শিশু আয়ানের মৃত্যু: দুই চিকিৎসকসহ ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:১০ | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ১৮:২২

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেসিয়া দিয়ে সুন্নাতে খৎনা করানো শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকসহ হাসপাতালটির বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেছে তার পরিবার।

অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসক সাব্বির, মেহজাবীন ও হাসপাতালটির পরিচালকের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে এই মামলা করা হয়।

বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী।

তিনি বলেন, আজ বিকাল সোয়া ৪টায় ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে আয়ানের পরিবার মামলা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ সবুজ।

আয়ানের চাচা জামিল খান ঢাকা টাইমসকে বলেন, বাড্ডা থানায় আয়ানের বাবা শামীম আহমেদ বাদী হয়ে মামলা করেছেন।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সকালে মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আয়ানকে সুন্নতে খৎনা করাতে নিয়ে যায় তার পরিবার। ওইদিনই সকালে আয়ানকে অ্যানেস্থেসিয়া দিয়ে খৎনা করা হয়। ওইদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত আয়ানের জ্ঞান না ফেরায় তার বাবা জোর করে অপারেশন রুমে ঢুকে দেখেন আয়ানকে সিপিআর (কৃত্তিম শ্বাস দেওয়ার প্রক্রিয়া) দেওয়া হচ্ছে। আর বুকের দুই পাশে দুইটা ছিদ্র করা এবং বুকের ভেতরে পাইপ ঢুকানো। এরপর আয়ানের অবস্থা আরও গুরুতর হয়। তাৎক্ষণিক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের গাড়িতে করেই গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর রবিবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে এই হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/টিআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আট দফা কমার পর বাড়ল সোনার দাম

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: শিডিউল বিপর্যয়ে দিনভর যাত্রীদের ভোগান্তি

মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারি: স্থানীয় সরকারমন্ত্রী

ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত এলিভেটেড রেললাইন হবে: রেলমন্ত্রী

সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলীর জানাজা বাদ আসর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে

কারখানা বন্ধের প্রতিবাদ: বনানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, চলাচলে ভোগান্তি

আজ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

আজ থেকে বাড়ছে ট্রেনভাড়া, জানুন কোন রুটে কত

এখনই মিলছে না মুক্তি, আরও ২ দিন দাবদাহের পূর্বাভাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :