বিশ্বসেরা গবেষকের তালিকায় ভাসানী বিশ্ববিদ্যালয়ের ১২০ গবেষক

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২৪ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১২০ জন গবেষক।
জানা যায়, এই তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি প্রতিষ্ঠানের ১৪ লাখ ৪১হাজার ১০৪ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেরা ১০ গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. কাউছার আহমেদ। কম্পিউটার সায়েন্স বিষয়ে গবেষনায় বিশ্ববিদ্যালয়ে ১ম, বাংলাদেশে ১৮তম , এশিয়ায় ৯৬২৫ তম, বিশ্বে ৭৩,০৩৬ তম অবস্থানে আছেন তিনি।
২য় স্থানে রয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক বিকাশ কুমার পাল। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষনায় বিশ্ববিদ্যালয়ে ২য়, বাংলাদেশে ৫৪, এশিয়ায় ২১,২৫৭ তম, বিশ্বে ১৪১, ০১৮তম অবস্থানে আছেন তিনি।
৩য় স্থানে রয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক আলী নেওয়াজ বাহার। প্রাকৃতিক বিজ্ঞান / পদার্থবিদ্যা গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ৩য়, বাংলাদেশে ১৫৪, এশিয়ায় ৪০,৫২২ তম, বিশ্বে ২৪০,৮৪১ তম অবস্থানে আছেন তিনি।
উল্লেখ্য, এডি সায়েন্টিফিক ইনডেক্স সূত্রে জানা যায়, এডি সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই-১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী-গবেষক-অধ্যাপকদের কাজ এবং তাদের শেষ ৬ বছরের কাজের তথ্য বিশ্লেষণের পর তা এইচ-ইনডেক্স, আইটেন-ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশিত হয়। এতে নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ, মহাদেশীয় অঞ্চল ও বিশ্বে নিজেদের অবস্থান জানা যায়। ১২টি ক্যাটাগরিতে (কৃষি ও বনায়ন, কলা, নকশা ও স্থাপত্য, ব্যবসায় ও ব্যবস্থাপনা, অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল ও প্রযুক্তি, ইতিহাস দর্শন ও ধর্মতত্ত্ব, আইন, চিকিৎসা, প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞান) এ তালিকা প্রকাশ করা হয়।
(ঢাকাটাইমস/১০জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন