শাবিপ্রবিতে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ১১:২৫
অ- অ+

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের পাশে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. চন্দ্রাণী নাগ, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একাগ্রতার সঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তি, শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অবদান অনস্বীকার্য। প্রয়োজনে সবাইকে গঠনমূলক সমালোচনা করে কাজের অগ্রগতি নিশ্চিত হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
আন্তঃজেলা বাসে ডিএনসির অভিযান, সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা