নতুন পররাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নির্বাচন নিয়ে নানা চাপ ছিল’

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৪, ১৬:৪৭| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭:২৮
অ- অ+

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী চাপ ছিল বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

রবিবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এই চাপের কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এ দিনই প্রথম অফিস করলেন হাছান মাহমুদ।

সরকারের চ্যালেঞ্জ ও চাপ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘কোনো চাপ অনুভব করছি না। নির্বাচন নিয়ে বহু চাপ, গভীর চাপ, মধ্যম চাপ- নানা ধরনের চাপ ছিল। নানা চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কারও কোনো চাপ কখনো অনুভব করি না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশের নানা পারসেপশন (ধারণা), ন্যারেটিভ (পটভূমি) থাকে। কিন্তু দিন শেষে সবাই একসঙ্গে কাজ করব, এটাই হচ্ছে মূল বিষয়।’

এ সময় পূর্ব-পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। বলেন, ‘গত ৫২ বছরে দেশের যে অর্জন, তাতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা ছিল। সবাইকে সঙ্গে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। তবে আমরা সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের কনসার্নগুলোকে (উদ্বেগ) মূল্য দেব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে রবিবার প্রথমবারের মতো দপ্তরে আসেন আগের মেয়াদের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এর আগে ২০০৯ সালে ছয় মাসের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন ড. হাছান মাহমুদ।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/আরআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা