ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

দিন কয়েক পরেই মাঠে গড়াবে বিপিএল, প্রায় একই সময়ে শুরু হচ্ছে যুব বিশ্বকাপ। ছেলেদের ক্রিকেটে এমন ব্যস্ততার মধ্যেই মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ নারী দলও।ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে একটি তিনজাতি ক্রিকেট টুর্নামেন্ট খেলবে তারা। সেই সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটি টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে অনূর্ধ্ব ১৯ তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টের জন্য সোমবার (১৫ জানুয়ারি) সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী শনিবার (২০ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে।
২৪ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সকাল ১০টায় মাঠে গড়াবে খেলা। পরদিন একই মাঠে পাকিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। এই খেলাটি শুরু হবে দুপুর ১২টায়। ২ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড
সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোঁয়া, আফিয়া আশিমা ইরা, উন্নতি আক্তার, আরভিন তানি, ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি, হাবিবা ইসলাম পিনকি, জানাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার, আনিশা আক্তার সোবা।
(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন