হোটেল ব্যবসার আড়ালে মাদক বেচাকেনা, মালিকসহ গ্রেপ্তার ৫

রংপুর নগরীর কলেজ রোড় খামারপাড়া এলাকার অভিজাত ফাস্ট ফুড় হোটেল রুফটপে ব্যবসার আড়ালে মাদক বেচাকেনার অভিযোগে হোটেল মালিকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়।
সোমবার দুপুরে নগরীর সেন্ট্রালরোড়স্থ মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী মিনান।
সংবাদসম্মেলনে বলা হয়, হাটেল রুফটপে ফাস্ট ফুড় ব্যবসার আড়ালেদীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল
হোটেলটির মালিক ও কর্মচারীরা। বিষটি গোয়েন্দা পুলিশের নজরে এলে রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদেও ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হোটেল মালিক এসএম মঞ্জুর মোর্শেদ ওরফে লিংকন (৫১), মো. মাসুদ রানা (৩২), সামিউল আলম ওরফে রতন (৩২), মোশারফ হোসেন (৩৫) ও শিফন মিয়া (২৭)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়ছে। সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদেও জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এআর)

মন্তব্য করুন