হোটেল ব্যবসার আড়ালে মাদক বেচাকেনা, মালিকসহ গ্রেপ্তার ৫

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭
অ- অ+

রংপুর নগরীর কলেজ রোড় খামারপাড়া এলাকার অভিজাত ফাস্ট ফুড় হোটেল রুফটপে ব্যবসার আড়ালে মাদক বেচাকেনার অভিযোগে হোটেল মালিকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

এ সময় বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়।

সোমবার দুপুরে নগরীর সেন্ট্রালরোড়স্থ মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী মিনান।

সংবাদসম্মেলনে বলা হয়, হাটেল রুফটপে ফাস্ট ফুড় ব্যবসার আড়ালেদীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল

হোটেলটির মালিক ও কর্মচারীরা। বিষটি গোয়েন্দা পুলিশের নজরে এলে রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদেও ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হোটেল মালিক এসএম মঞ্জুর মোর্শেদ ওরফে লিংকন (৫১), মো. মাসুদ রানা (৩২), সামিউল আলম ওরফে রতন (৩২), মোশারফ হোসেন (৩৫) ও শিফন মিয়া (২৭)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়ছে। সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদেও জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
নোয়াখালী কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা