নোয়াখালীর চাটখিলে ছুরিকাঘাতে নারী নিহত

নোয়াখালী প্রতিনিধি
  প্রকাশিত : ০৭ মে ২০২৫, ১২:৪৩| আপডেট : ০৭ মে ২০২৫, ১৩:৩৯
অ- অ+
ছবি প্রতীকী

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাহেরা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহতের পরিবার ও স্থানীয়দের ধারণা, গভীর রাতে চুরি করতে এসে অজ্ঞাত চোর তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খিলপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুন্সি বাড়ির আব্দুল মতিনের ঘরে এ ঘটনা ঘটে।

নিহত তাহেরা বেগম ওই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, খিলপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল মতিনের মৃত্যুর পর তার ছেলে তারেক তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। তারেকের বাবার মৃত্যুর পর তাদের ঘরে তারেক ও তার মা থাকতো। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তারেক বাজার থেকে আসার পর খাওয়া-দাওয়া শেষে পৃথক কক্ষে ঘুমিয়ে পড়ে তারা। রাত সাড়ে ৩টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতে উঠেন তাহেরা বেগম।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহতের ঘরের ক্রিসেন্ট রুমের এডজাস্টমেন্ট ফ্যানটি খোলা রয়েছে। তাদের ধারণা অজ্ঞাত কোনো ব্যক্তি চুরির উদ্দেশ্যে ওই ফ্যানটি খুলে ঘরে প্রবেশ করে এবং তাকে দেখে ফেলার কারণে তাহেরাকে ছুরিকাঘাত করে। পরে তিনি রক্তাক্ত অবস্থায় ছেলে তারেকের কক্ষের দরজায় গিয়ে চিৎকার করলে তারেক বের হয়ে বাড়ির লোকজনের সহযোগিতায় তাহেরাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাদের ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি বলে জানা গেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে চুরি করতে আসা অজ্ঞাত চোরকে দেখে ফেলায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

(ঢাকাটাইমস/০৭মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা