নেত্রকোণায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর ৪২ বছর পূর্তি উৎসব শুরু

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪৮

নেত্রকোণায় ‘প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী’র ৪২ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে দুদিনব্যাপী উৎসব শুরু হয়েছে।

সোমবার সকালে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, জেলা উদীচী’র সভাপতি মোস্তাফিজুর রহমান খান, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার প্রমুখ।

এ সময় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সংগীত, নৃত্য, চিত্রাংকন বিভাগের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ জেলার শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের কর্মীদের অংশগ্রহণে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকার জানান, বিকালে গুণীজন সংবর্ধনা এবং মঙ্গলবার সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :