গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আখলাক, সম্পাদক সানজিদা

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৫০| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৯:১৭
অ- অ+

সাভারের গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ১১তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি আখলাক ই রাসুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন সানজিদা জান্নাত পিংকি।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদি এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি ইউনুস রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা মিজান মিমি, অর্থ সম্পাদক হুমায়রা রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক ইভা আক্তার, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান শোভন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. জনি শিকদার, কার্যনির্বাহী সদস্য মোজাহিদুল ইসলাম নিরব ও মো. আরিফুল ইসলাম।

গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি বরাতুজ্জামান স্পন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।

এ সময় গবিসাসের বর্তমান নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
নোয়াখালী কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা