আদমদীঘিতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৯

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:২৮| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:১৩
অ- অ+

বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসচালকসহ অন্তত ৯ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ ফাতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ইমরান হোসেন (২৪) নিহত হন। তিনি নওগাঁর মান্দা উপজেলার কুনইল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে আরও ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে রাব্বি জানান, আহতদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা হলেন, ঢাকার পরপাড়া কোয়ার্টার স্টাফ এলাকার শাহানুর ইসলামের ছেলে তানু (২৭), বরিশালের খাটি বাড়ির শিবাহ খানের ছেলে নাঈম (২৬) ও গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুরের মৃত কছির উদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৪৫)।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপারকে হেফাজতে নিয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস পুলিশি হেফাজতে রয়েছে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
খালেদা জিয়ার লন্ডন ফেরত, সিলেটে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা