বেনাপোলে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪৩
অ- অ+

যশোরের বেনাপোলে ৭শ বোতল ফেনসিডিলসহ নয়ন হোসেন (২৫) ও বিল্লাল হোসেন (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাতে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক নয়ন হোসেন বেনাপোল পুটখালি উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে, বিল্লাল হোসেন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী উত্তর পাড়ার আহসানুর

রহমানের আমবাগানের উত্তর পাশে অভিযান চালিয়ে ৭শ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়ের করে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত থানায় আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা