পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:১৯| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:২৬
অ- অ+

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সফরে পাবনা পৌঁছেছেন। মঙ্গলবার দুপুর ২টা ৯ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি পাবনার ঈশ্বরদী এয়ারপোর্টে অবতরণ করেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

তাকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহরিয়ার আলম, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী রিসিভ করেন।

ইউএনও সুবীর বলেন, হেলিকপ্টার থেকে নামার পর রাষ্ট্রপতি সড়ক পথে পাবনা সার্কিট হাউজের দিকে রওনা দিয়েছেন। সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

চারদিনের এই সফরে তিনি পাবনার স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেদিনের যাত্রা স্থগিত করা হয়।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা