জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতিকে অব্যাহতি

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. শামীম আহম্মেদ ও সহ-সভাপতি নাদিম হাসান জয়কে সাময়িক অব্যাহতি দিয়েছেন জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থি ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. শামীম আহম্মেদ (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা) এবং নাদিম হাসান জয় (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। সেই সাথে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৭ (সাত) দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এ বিষয়ে মো. শামীম আহম্মেদের সাথে মোবাইলে একাধিকবার সুযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী বলেন, শৃঙ্খলা পরিপন্থি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে জড়িত থাকায় তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন