ঢামেকে কারাবন্দি আসামির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জামাল মিয়া (৩৫) নামে এক কারাবন্দি আসামির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিন সকালে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
কারাসূত্রে জানা গেছে, নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত ইসমাঈল মিয়ার ছেলে জামাল।
(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এইচএম/এসআইএস)

মন্তব্য করুন