গাজায় হামাসের হামলায় একদিনে ২৪ ইসরায়েলি সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:১৯ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ১৪:২০

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা উপত্যকার মধ্যাঞ্চলে হামাসের অতর্কিত একক হামলায় কমপক্ষে ২৪ সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। খবর আনাদোলু ও আলজাজিরার।

মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, কিসুফিম সীমান্তের কাছে হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করার চেষ্টাকারী সৈন্যদের ওপর হামলা চালায় গোষ্ঠীটির যোদ্ধারা।

তিনি বলেন, হামাস যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে, একই সাথে একটি বিস্ফোরণের ফলে দুটি দ্বিতল ভবন ধসে পড়ে। নিহত সৈন্যরা ধসে পড়া ভবনগুলোর ভিতরে এবং কাছাকাছি ছিল। যদিও সেই বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নিহত ১০ জন সৈন্যের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী, বাকি ১৪ জনের পরিবারকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর থেকে স্থল হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৯ হনে দাঁড়িয়েছে। অন্যদিকে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েরি সেনাবাহিনীর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৫৬ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

প্রায় তিন মাস ধরে ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে চিহ্নিত করেছে।

অন্যদিকে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২৫ হাজার ২৯৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে হামলায় আরও ৬৩ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

ইসরায়েলে প্রথমবারের মতো বিমান হামলা চালালো হিজবুল্লাহ

হামাসের টানেল থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

ইসরায়েলকে বোমা সরবরাহে কংগ্রেসে বিল পাস, বাইডেনের নিন্দা 

২৪ ঘন্টায় আরও ৩০ হাজার ফিলিস্তিনি রাফাহ ছেড়েছে: জাতিসংঘ

রাফাহতে স্থল আগ্রাসন বন্ধে ইসরায়েলকে সতর্ক করল ১৩ দেশ 

আঙুলের পরিবর্তে জিহ্বায় অস্ত্রোপচার! ডাক্তারের কাণ্ডে হতবাক সবাই 

এই বিভাগের সব খবর

শিরোনাম :