দূষিত বায়ুর শহর: পঞ্চম স্থানে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। শহরটির স্কোর দেখা যাচ্ছে ১৯৬, যা ‘অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। এখন শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ২৮৭ এবং বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’। ২৩৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’। ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ুমানের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২১৮; চতুর্থ স্থানে বসনিয়া হারজেগোভিনিয়ার সারাজেভো, স্কোর ২০৬;
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৯ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।
তালিকায় এখন ষষ্ঠ স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ১৮১; সপ্তম মিয়ানমারের ইয়াঙ্গুন, স্কোর ১৭৭; অষ্টম ভারতের মুম্বাই, স্কোর ১৭০; নবম পাকিস্তানের লাহোর, স্কোর ১৭০; দশম স্থানে আরব আমিরাতের দুবাই, স্কোর ১৬০।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বলে বিবেচিত হয়।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এফএ)

মন্তব্য করুন