রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ ৪০ জন গ্রেপ্তার

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৫৪৭ পিস ইয়াবা, ২৩৫ গ্রাম হেরোইন, ২৯ কেজি ৬৫ গ্রাম গাঁজা ও ২০৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়ে।
এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এজে)

মন্তব্য করুন