অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী 

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫১| আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৬:৫৮
অ- অ+

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধভাবে খাদ্য মজুদ করে কৃত্রিম মূল্যবৃদ্ধিকারী ব্যবসায়ী ও অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করে জনগণের ভোগান্তি কখনোই মেনে নেওয়া হবে না। প্রতিটি জেলায় খাদ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সকলকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

সভায় খাদ্য সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, ডিআইজি আনিসুর রহমান ও পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বক্তব্য দেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আটটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, খাদ্য বিভাগের কর্মকর্তা, খাদ্য ব্যবসায়ী ও মিলাররা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরার বাড়িতে থাকতে পারবেন তুরিনের মা, আপিল বিভাগের আদেশ
বিদেশে নির্মিত সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
‘মেট গালা’য় প্রথম ভারতীয় পুরুষ হিসেবে শাহরুখের ইতিহাস
প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা