বিপিএল: দুর্দান্ত ঢাকাকে বড় ব্যবধানে হারালো সাকিবের রংপুর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ২২:১৩| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২২:২৩
অ- অ+

সিলেট পর্বে দৃর্দান্ত ঢাকাকে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চলতি বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিলো সাকিবের রংপুরে রাইডার্স। রংপুরের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৪ রানেই অলআউট হয়েছে দুর্দান্ত ঢাকা। যার ফলে রংপুর তুলে নিয়েছে ৭৯ রানের বিশাল জয়।

রংপুরের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারায় দুর্দান্ত ঢাকা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ঢাকার ক্রিকেটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। দানুশকা গুনাথিলাকা, মোহাম্মদ নাঈম, লাসিথ ক্রসপুলে, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, শরিফুল ইসলামরা পেরোতে পারেননি দুই অঙ্কের ঘর। শেষ পর্যন্ত ১৬ ওভার ৩ বলে অলআউট হয় ঢাকা। আর রংপুর তুলে নেয় ৭৯ রানের বিশাল জয়। ঢাকার হয়ে আজ সর্বোচ্চ ৫১ রান করেন অ্যালেক্স রোস।

লক্ষ্যতাড়ায় নেমে প্রথম ওভারেই দানুশকা গুনাথিলাকার উইকেট হারায় ঢাকা। দুর্দান্ত সুইং বলে তাকে সাজঘরে ফেরান আজমতউল্লাহ। সদ্য নিউজিল্যান্ড সিরিজ শেষ করে বিপিএলে আসা সাইম আইয়ুব শুরুটা ভালোই করেছিলেন। তবে বিধ্বংসী এই ব্যাটারকে ১৭ রানের বেশি করতে দেননি আজমত।

সাইম আউট হওয়ার পর ১ রানের ব্যবধানে লাসিথ ক্রুসপুল এবং মোহাম্মদ নাইমের উইকেটও হারায় ঢাকা। অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে নিয়ে পঞ্চম উইকেটে ৪৯ রানের জুটি গড়েন অ্যালেক্স রস। তবে এই জুটি ভাঙলে দ্রুত সময়ের মধ্যে অলআউট হয় ঢাকা।

৩৫ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেছেন রস। অজি এই ব্যাটার ছাড়া কেউই তেমন রানের দেখা পাননি।দানুশকা গুনাথিলাকা, মোহাম্মদ নাঈম, লাসিথ ক্রসপুলে, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, শরিফুল ইসলামরা পেরোতে পারেননি দুই অঙ্কের ঘর।

এর আগে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল রংপুর রাইডার্স। রংপুরের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন বিদেশি রিক্রুট বাবর আজম। পাকিস্তানি এই ব্যাটার খেলেছেন ৪৬ বলে ৬২ রানের ইনিংস। শেষদিকে দারুণ এক ক্যামিও খেলেছেন আজমতউল্লাহ ওমরজাইও। ফলে বড় সংগ্রহ গড়তে সমস্যা হয়নি রংপুরের।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা