‘শেকড়ের টানে’ কার্যক্রমের দেশব্যাপী সম্প্রসারণ চান শিক্ষার্থীরা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ১৪:৩৬
অ- অ+

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আত্মপরিচয় অনুসন্ধানে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নিয়মিত চলমান ‘শেকড়ের টানে’ কার্যক্রমে এবার অংশ নিয়েছে ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (পূর্বতন গার্হস্থ্য অর্থনীতি)-এর ৩৩ জন ছাত্রী। ২৭শে জানুয়ারি ২০২৪ শনিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শিক্ষার্থীদের ঘুরে ঘুরে দেখান এবং মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা লে.কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক। কার্যক্রমের অংশ হিসেবে পরে আগারগাঁওতে মুক্তিযুদ্ধ জাদুঘরও পরিদর্শন করে শিক্ষার্থীরা। জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা লিনু হক। উল্লেখ্য, ঢাকার বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলামের বিশেষ উদ্যোগে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আত্মপরিচয় অনুসন্ধানে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ‘শেকড়ের টানে’ কার্যক্রমটি গত নভেম্বর ২০২৩ থেকে পর্যায়ক্রমে ঢাকা বিভাগের সকল জেলার সর্বস্তরে পরিচালিত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনার সুযোগ পেয়ে নিজেদের পরম সৌভাগ্যবান হিসেবে স্বীকার করে অভিবাদনসহ পরম শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। আমাদের ইতিহাস-ঐতিহ্য, গৌরব-সংগ্রাম, আত্মত্যাগ-ভাবাবেগ সবকিছুর বহিঃপ্রকাশে জাদুঘর পরিদর্শনে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাসকে সঠিকভাবে জানার সত্যান্বেষী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে। বাংলাদেশের অগণিত মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির ধারক ও বাহক হয়ে ওঠার নিরন্তর প্রচেষ্টা হিসেবে ‘শেকড়ের টানে’ কার্যক্রমটি সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায় অংশগ্রহণকারীরা। ‘শেকড়ের টানে’র দিনব্যাপী আয়োজনে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ নাহিদুর রহমান, ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স-এর মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশনা রশীদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাকসুদা আক্তার, ঢাকার ভাসানটেক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮শে জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা