খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও এনআইডি অনুবিভাগে নতুন ডিজি

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পেয়েছেন মো. আবদুল কাইউম সরকার। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান এবং জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো. আবদুল কাইউম সরকারকে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকারিয়াকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এসএস/ইএস)

মন্তব্য করুন