৯ মামলায় গ্রেপ্তার দেখানো হলো মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৫| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৬
অ- অ+

রাজধানীর পল্টন ও রমনা থানার ৯ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পৃথক ৯টি মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বিকালে এসব মামলায় জামিন আবেদন বিষয়ে শুনানি হবে জানিয়েছেন মির্জা আব্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।

বিএনপির গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় করা এসব মামলায় গত ২১ জানুয়ারি মির্জা আব্বাসের জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের একই বেঞ্চ রাজধানীর নিউমার্কেট ও ধানমন্ডি থানার দুই মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর জামিন আবেদন গ্রহণ করে তাও নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন।

রমনা, পল্টন মডেল থানা ও ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনে করা ১০ মামলায় মির্জা আব্বাস এবং দুই মামলায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে গত ১৫ জানুয়ারি পৃথক রিট করেন বিএনপির এই দুই নেতা। তারা দুজনেই কারাগারে আছেন।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা