লেবার পার্টি রাজপথে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত রাজনৈতিক দল: ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৫
অ- অ+

শোষণমুক্ত ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ লেবার পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লেবার পার্টি রাজপথে আন্দোলন সংগ্রামের পরিক্ষিত রাজনৈতিক দল।

তিনি বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না। তারা যখন ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র খর্ব করে একদলীয় শাসন কায়েম করে, লুটপাট করে দুর্ভিক্ষময় পরিস্থিতি সৃষ্টি করে। আমরা লেবার পার্টি ১৯৭৪ সাল থেকে আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছি। তাই ভারতের তাবেদার সরকারের বিরুদ্ধে একদফার সংগ্রামকে জোরদার করতে লেবার পার্টি ও ছাত্রমিশনকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার বিকালে বিজয়নগর হোটেল গ্রান্ড তাজে বাংলাদেশ লেবার পার্টি ও ছাত্র মিশনের কেন্দ্রীয় ও মহানগর কমিটির যৌথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় নেতা মো. জনি হোসেন, মো. মাসুম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন, মুন্সীগঞ্জ জেলা সভাপতি মিজানুর রহমান, গাজিপুর জেলা সভাপতি মো. শামিম হোসেন, মহানগর নেতা এনামুল হক, তারেকুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারন সম্পাদক ইয়াসিন আরাফাত ও গ্রচার সম্পাদক মো. লিটন খান প্রমুখ।

সভায় যুগপৎ আন্দোলন ও শিক্ষানীতি, দ্রব্যবমুল্যের ঊর্ধ্বগতি ও মাহে রমজান সহ বিভিন্ন ইস্যুতে কর্মসূচি গ্রহণ এবং লেবার পার্টির জেলা, মহানগর ও উপজেলা কমিটি গঠন/পুনঃগঠন করে আগামী জুলাই মাসে লেবার পার্টির কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকাটাইমস/জেবি/০২ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রেনে কাটা পড়ে দক্ষিণখান থানার এসআইয়ের মৃত্যু
গরমে আমের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিষক্রিয়া
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা