সংগঠন শক্তিশালী করতে বছরজুড়ে কাজ করবে আ.লীগ

সরকার গঠন করার পর এখন দল গোছাতে মনোযোগ দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বছরজুড়ে এ পরিকল্পনা অনুয়ায়ী কাজ করবে দলটি। চলতি সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি নির্বানের পর সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন করবে আওয়ামী লীগ। এরপর দলকে শক্তিশালী করতে মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলোর সম্মেলন করতে চায় দলটি।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, রমজান মাসের পরপরই দল গঠনের কাজ শুরু হবে। প্রথমে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন করা হবে। এরপর পর্যায়ক্রমে দলের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতি লীগের সম্মেলন করা হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের পরই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের সম্মেল করা হতে পারে।
আওয়ামী লীগের নীতি নির্ধারক সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে বেশ গুরুত্ব দিচ্ছেন তারা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ডগুলোর সম্মেলন করা হয়েছে প্রায় এক বছর হয়েছে। কিন্তু এখনো কমিটির ঘোষণা করা হয়নি। সেই কমিটিও খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে।
যুবলীগ সূত্র বলছে, ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেসের আগে ওই বছরের ৩ জুলাই ঢাকা দক্ষিণ এবং ৮ জুলাই উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন উত্তরে মাইনুল হোসেন খান নিখিল সভাপতি ও ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক এবং দক্ষিণে ইসমাইল চৌধুরী সম্রাট সভাপতি ও ওয়াহিদুল আলম আরিফ সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
এরপর ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। কিন্তু এই জাতীয় কংগ্রেসের আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সে অনুযায়ী প্রায় ৮ বছর আগে ঢাকার দুই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
এছাড়া আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতি লীগের কমিটির মেয়াদ উর্ত্তীণ হয়েছে আরও বছর এক আগেই।
ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা জানান, কেন্দ্রীয় নেতারা বলছেন রমজান মাসের পর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন করা হবে। তবে সম্মেলন হওয়ার আগে মহানগরের ওয়ার্ড ও থানা কমিটি ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের এক সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে আরও আগেই। সংরক্ষিত আসনের এমপি নির্বাচন করার পর সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচন করা হবে। এরমধ্যে চলে আসবে রমজানে। তখন সরকারের দৃষ্টি থাকবে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করার দিকে। রমজানের পরই আওয়ামী লীগ সংগঠনগুলোকে শক্তিশালী করতে কাজ শুরু করবে। বিশেষ করে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দিকে নজর দেবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওয়ার্ড ও থানার কমিটি ঘোষণার বিষয় নিয়ে আলোচনা হলেও মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আলোচনা করা হয়নি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ঢাকা টাইমসকে বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির তালিকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে। তিনি যখন চান কমিটি ঘোষণা করা হবে।
তবে কমিটির তালিকাতে খুনি, চাঁদাবাজরা স্থান পাওয়ায় কমিটি নিয়ে তার কোনো আগ্রহ নেই বলে জানান। বলেন, এই কমিটিতে খুনি, চাঁদাবাজরা কমিটিতে তদবির করছে এবং তালিকায় নাম দিয়েছে। তাই এই কমিটির প্রতি আমার কোনো দায়িত্ব নেই। তবে খুনি, চাঁদাবাজরা যাতে কমিটিতে আসতে না পারে সেই বিষয় আমি সক্রিয় আছি। এই বিষয় কথা বলার জন্য ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে একাধিক বার ফোন দিলেও তিনি ধরেননি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা টাইমসকে বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একবার মহানগর ওয়ার্ড কমিটিগুলো ঘোষণা দেওয়ার নিদের্শনা দিয়েছিলেন। তারপর নির্বাচন অনুষ্ঠিত হলো। তবে সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচনের পর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হতে পারে। এছাড়া মহানগর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে এখনো তেমন আলোচনা হয়নি। হয়তো সামনে হতে পারে।
(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/জেএ/ইএস)

মন্তব্য করুন