আ.লীগের নজর এখন ইশতেহার বাস্তবায়নে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭
অ- অ+

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে যে ইশতেহার ঘোষণা দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার প্রতি নজর দিয়েছে দলটি। বিশেষ করে দ্রব্যমূল্য জনগণের নাগালে রাখার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আসন্ন রমজান সামনে রেখে ইশতেহারের সেই প্রতিশ্রুতি বাস্তাবায়নে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি নির্বাচনি ইশতোহারে যেসব বিষয় উল্লেখ করেছিল তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অন্যতম। এরমধ্যে সরকার গঠনের পর বিভিন্ন পরিকল্পনা নিয়ে দ্রব্যমূল্য কমাতে কাজ শুরু করেছে সরকার। এমনটিই জানিয়েছেন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা।

আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রীদের বিভিন্ন বিষয় চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নেওয়ার নিদের্শনা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ ও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে বিদেশে অর্থপাচার রোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এদিকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিরোধীদের যেকোনো অরাজকতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

নির্বাচনি ইশতেহারে যেসব বিষয়ে গুরুত্ব দিয়েছে ক্ষমতাসীন দল:

দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি, সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা, সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা, সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো, দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।

এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে। এর জন্য প্রযুক্তি সক্ষমতা বাড়াতে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ—এই চারটি স্তম্ভের সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাতে কাজ করছে সরকার।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, “দেশের জনগণকে আওয়ামী লীগ যখন যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা রক্ষা করেছে। নির্বাচনে যে ইশতেহার সেটা বাস্তবায়ন করেছে। মানুষের কল্যাণে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে সেটা বাস্তবায়ন করা হবে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেন, “আওয়ামী লীগ নির্বাচনে যে ইশতেহার দিয়েছে সেটাকে গুরুত্ব দিয়ে ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে। মানুষের জন্যই এই নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়েছে। মানুষের কষ্ট লাঘবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার বিষয়টি আমাদের কাজ।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের এখন প্রধান প্রতিপক্ষ হলো বিএনপি এবং যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করে তারা। তবে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পরিকল্পনা হাতে নিয়েছে এবং প্রধানমন্ত্রী মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। যারাই দ্রব্যমূল্য বাড়াবে, বাজার সিন্ডিকেট করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাবে সরকার।”

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
আন্তঃজেলা বাসে ডিএনসির অভিযান, সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা