সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম নিলেন অভিনেত্রী নিপুণ ও সোহানা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম বিভাগ থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সকাল ১০টা থেকে শুরু করার কথা থাকলেও পৌনে ১০টা থেকেই রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রতি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা।
আজ দুপুর পর্যন্ত ৫০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বেলা সোয়া ১১টার দিকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অভিনেত্রী সোহানা সাবা এবং সাড়ে ১১টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অভিনেত্রী নিপুণ আক্তার। এসময় নিপুণ আক্তারের সঙ্গে ছিলেন অভিনেতা রিয়াজ।
কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আর তৃতীয় তলায় রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।
সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে। তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র সদস্যরা বিজয়ী হওয়ায় সংরক্ষিত মহিলা আসনগুলো নিয়েও তুমুল আলোচনা হয়। স্বতন্ত্র সংসদ সদস্যরা তাদের জন্য নির্ধারিত সংরক্ষিত আসনগুলোর বিষয়েও মনোনয়ন দেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে ছেড়ে দেন। ফলে ৫০ সংরক্ষিত আসনের মধ্যে বাকি থাকে দুটি আসন। সংসদের বিরোধী দল হিসেবে এ আসনগুলোতে মহিলা প্রার্থীদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি।
(ঢাকাটাইমস/৬ ফেব্রুয়ারি/জেএ/এফএ)

মন্তব্য করুন