ডেমরার সারুলিয়ায় গোডাউনে বিপুল নিত্যপণ্য মজুত, ঘিরে রেখে র‌্যাবের অভিযান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৩| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৭
অ- অ+

যাত্রাবাড়ীর ডেমরা এলাকায় বিভিন্ন গোডাউনে অবৈধভাবে নিত্যপণ্য মজুতের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাব। সারুলিয়া বাজারের ট্যাংরা এলাকায় বিপুল পরিমাণ চাল, সয়াবিন তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুতের সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর ডেমরা এলাকায় বিভিন্ন গোডাউনে অভিযান চালাচ্ছে র‍্যাব। অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ চাল, সয়াবিন তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সন্ধান পাওয়া গেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

অভিযানের মধ্যেই রাত নয়টা ২০ মিনিটে র‌্যাব-৩ এর অধিনায়ক আরও জানান, সারুলিয়ার সিরাজ উদ্দিন রোডের ডগাইর বাঁশের পুলপাড়া ও সাধুর মাঠে আরও মজুত নিত্যপণ্যের সন্ধান মিলেছে।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেন, ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে র‌্যাব। তিনি সেসময় জানান পণ্যের মজুত ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে র‍্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে। সে অনুযায়ীই ডেমরায় র‌্যাবের অভিযান চলছে।

ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা