দেশের সুনাম অর্জনে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা তাদের কর্মদক্ষতা ও সততায় বেশ সুনাম অর্জন করছে। এ ধারা অব্যাহত রাখতে প্রবাসী ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার।
বুধবার দুবাইয়ের এক হোটেলে বাংলাদেশি কোম্পানি স্টারগোল্ডের নতুন পণ্য লাঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।
আশিষ কুমার বলেন, 'বাংলাদেশী কোম্পানি স্টারগোল্ড সারা বিশ্বে ১১০টি দেশে ৭ হাজার প্রোডাক্ট যেভাবে ছড়িয়ে দিচ্ছে তাতে বাংলাদেশের বেশ সুনাম অর্জিত হচ্ছে। আশা করি অন্যান্য যে সমস্ত প্রবাসী ব্যবসায়ীরা আছেন তারাও দেশ ও প্রবাসীদের সুনাম অর্জনে এগিয়ে আসবেন।
স্টারগোল্ড গ্রুপের চেয়ারম্যান সিআইপি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোতালেব হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম সচিব বদরুল আহমেদ বিদ্যুৎ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্চার রোমান আফতাব, তানজানিয়া জনপ্রিয় ইউটিউবার কিলিপল, সিআইপি জাকির হোসেন, স্টারহোম প্রোপার্টিস প্রধান মোহাম্মদ গোলাম মোস্তফা, স্টার গোল্ড কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোতালেব হোসাইন, বাহরাইন কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হানিফ, ওমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ জাকির, এমদাদুল হক, মিস্টার আহমেদ, জুনায়েদ খান, মিস জয়া, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, শিবলী আল সাদিক, সিরাজুল হকসহ অনেকে।
(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এলএম/কেএম)

মন্তব্য করুন