মমত্ববোধ থাকলে বিদেশে থেকেও দেশের জন্য অবদান রাখা যায়: ইউএই কনসাল জেনারেল

‘দেশের প্রতি মমত্ববোধ থাকলে বিদেশে থেকেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়। আমাদের সকলেরই উচিত দেশের উন্নয়নে কাজ করে সরকারের পক্ষ থেকে সম্মান অর্জন করা। এতে করে অন্যরাও সিআইপি হওয়ার ক্ষেত্রে উৎসাহিত হবে।’
সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শারজা হুদায়বিয়া রেস্টুরেন্ট হলে বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত সিআইপি আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী মো. হেলাল উদ্দিকে সংবর্ধনা দেয় দেশটিতে অবস্থানরত ‘চট্টগ্রাম, সাতকানিয়া, লোহাগাড়া প্রবাসীরা’।
মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ ফরিদুর রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদ, সংগঠক কাজী মোহাম্মদ আলী, সিআইপি আলতাফ হোসেন, আজমান বিজনেস কাউন্সিল এর সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, মো. আবুল কাশেম মিয়া সিআইপি, বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের সভাপতি ইমন মোহাম্মদ হাকিম প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন সংগঠক এয়ার মোহাম্মদ, শামীম আহমদ, মো. মঈনুদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান মনির, শেখ মোক্তার হোসেন, আবুল কালাম, চরতি সমিতির সেক্রেটারি নুর মোহাম্মদ সিকদার, মীর মোহাম্মদ খালেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, সাইফুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও সংবর্ধিত সিআইপির হাতে ক্রেস্ট তুলে দেন।
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসআইএস)

মন্তব্য করুন