বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে গণভবনে আ.লীগের জেলা-উপজেলার নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২০ | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে গণভবনে প্রবেশ করছেন জেলা, উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সংসদ সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এই বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় যোগ দিতে সকাল ৮টা থেকেই সারা দেশ থেকে আসা নেতারা গণভবনের সামনে জড়ো হন। সাড়ে ৮টা থেকেই এক এক করে নেতারা গণভবনে প্রবেশ শুরু করেন।

এর আগে শুক্রবার বর্ধিত সভা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কৌশলগত কারণে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করেছে। তারাও কিন্তু আওয়ামী লীগের। নির্বাচনে নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি, মতবিরোধ, দ্বন্দ্ব-সংঘাতের মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে। এসব বিষয়ের অবসান ঘটিয়ে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলে সুদৃঢ় ঐক্য দরকার। সবার মধ্যে ঐক্যবদ্ধ আবহ তৈরির জন্য এই বিশেষ বর্ধিত সভার আয়োজন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশের রাজনীতিতে গণঅধিকার পরিষদ একটি বিকল্প শক্তি: নুর

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: মুন্না

নির্বাচিত সরকার ছাড়া জনগণকে আর কেউ ব্যবহার করতে পারবে না: মির্জা ফখরুল 

৮ বছর পর দেশে ফিরে এলাকায় গিয়ে কাঁদলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক

আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না: যুবদলের সাধারণ সম্পাদক

আগামী জুনের মধ্যে নির্বাচন দাবি বাংলাদেশ এলডিপির

আমরা জামায়াতের সঙ্গে মহাঐক্য চাই: জাতীয় দলের চেয়ারম্যান

টেকসই সংস্কার ও নির্বাচন কার্যক্রম দৃশ্যমান করা দরকার: খেলাফত মজলিস

৭ নভেম্বর ছুটি পুনর্বহালের দাবি বিএনপির

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা করলেন মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :