ঢাকা ১২ আসন বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ২২:৪৮| আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২৩:৫৪
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে সকল অপকর্মের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে ঢাকা ১২ আসন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে তেজগাঁও, হাতিরঝিল, শেরেবাংলা নগর ও শিল্পাঞ্চল থানা এবং তেজতুরী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এর আন্দোলন এখনো শেষ হয়নি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল সরকার গঠনের মাধ্যমে আমাদের আন্দোলন শেষ হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সকল অপকর্মের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও কলেজ এর সাবেক ভিপি আবু সুফিয়ান দুলাল, বিএনপি নেতা হুমায়ুন আহমেদ, শাহজালাল সিকদার, সালামত খাঁন সজিব, তরিকুল ইসলাম বাহালুল, দেলোয়ার হোসেন, মাহমুদুল হক মাধু, আবু জাফর পাটোয়ারি বাবু, মুজাহিদ, আতিকুর রহমান অপু, খাইরুল ইসলাম সেলিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো
গরমে শরীর ঠান্ডা রাখতে কোন পাত্রে পানি পান করা সবচেয়ে স্বাস্থ্যকর
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল, স্থায়ী শান্তিতে উদ্যোগী ট্রাম্প
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা