শিল্পকলায় ‘একুশে পদক-২০২৪’ পাচ্ছেন যারা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০০| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৩
অ- অ+

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক। প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দেশের বিশিষ্টজনদের এই পুরস্কার দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এ বছর ‘একুশে পদক-২০২৪’ পাচ্ছেন দেশের ২১ জন বিশিষ্ট নাগরিক।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এবার ভাষা আন্দোলন, শিল্পকলা, সমাজসেবা, ভাষা ও সাহিত্য এবং শিক্ষা ক্ষেত্রে একুশে পদক দেওয়া হচ্ছে।

এ বছর শিল্পকলায় একুশে পদক পাচ্ছেন ১২ জন। তারা হলেন- প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর (মরণোত্তর, সংগীত), গায়ক শুভ্র দেব (সংগীত), নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ (নৃত্যকলা), অভিনেত্রী ডলি জহুর (অভিনয়), চিত্রনায়ক এম এ আলমগীর (অভিনয়), খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা, আবৃতি), রূপা চক্রবর্তী (আবৃত্তি), শাহজাহান আহমেদ বিকাশ (চিত্রকলা) এবং কাওছার চৌধুরী ( মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাণ ও আর্কাইভিং)।

এছাড়া অন্যান্য ক্ষেত্রে একুশে পদক পাচ্ছেন- মো. আশরাফুদ্দীন আহমেদ (মরণোত্তর, ভাষা আন্দোলন), বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর, ভাষা আন্দোলন), মো. জিয়াউল হক (সমাজসেবা), আলহাজ রফিক আহামদ (সমাজসেবা), মুহাম্মদ সামাদ (ভাষা ও সাহিত্য), লুৎফর রহমান রিটন (ভাষা ও সাহিত্য), মিনার মনসুর (ভাষা ও সাহিত্য), রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ (ভাষা ও সাহিত্য) এবং প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু (শিক্ষা)।

পদকপ্রাপ্তদের যা যা দেওয়া হয়

একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে একটি পদক, একটি সম্মাননা সনদ, একটি রেপ্লিকা এবং পুরস্কারের অর্থমূল্য প্রদান করা হয়ে থাকে। একুশে পদকে ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক দেওয়া হয়, যার নকশা করেছেন নিতুন কুণ্ডু।

প্রাথমিকভাবে পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা দেওয়া হতো। পরবর্তীতে এটি ২ লাখ টাকায় উন্নীত হয়েছিল। ২০১৯ সালের নভেম্বর থেকে পুরস্কারের অর্থমূল্য দাঁড়িয়েছে নগদ ৪ লাখ টাকা।

পদকের একটি রেপ্লিকাও দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি যদি দূরে বা বিদেশে থাকেন, তাহলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সশরীরে অংশগ্রহণ করার জন্য তাকে প্রথম শ্রেণির যাতায়াত ভাড়া ও তিন দিনের ভাতাও দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
ইলন মাস্কের স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা