ফ্রান্সে সাংবাদিকদের আয়োজনে বসন্ত উৎসব
বসন্তের আমেজকে বিদেশের মাটিতে ফুটিয়ে তুলতে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল ‘বসন্ত উৎসব’। ফ্রান্সে বসবাসরত বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ উৎসব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম। টেলিকনফারেন্সে বক্তব্য দেন- ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন শাহআলম।
প্রাণবন্ত উপস্থাপনা করেন সাংবাদিক মারুফ অমিত।
এসময় আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক আবু তাহির , লুৎফুর রহমান বাবু, নয়ন মামুন, ইকবাল জাফর, শেখ সামিরা, মাছুমা ইসলাম নদী, তানিয়া রহমান, সুবর্ণা, মোহাম্মদ কাওছার, মাছুম মাহিন সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতিকে তুলে ধরতে আলোচনা ও কেক কাটা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বসন্ত উৎসব আয়োজনের প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তিনি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দেশি সংস্কৃতি পরবর্তী প্রজন্মের কাছে আরো শক্তভাবে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে আগত শিল্পী থেকে শুরু করে আয়োজক ও দর্শক সবাই অনেক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নন্দিত কণ্ঠশিল্পী সুমা দাস।
অনুষ্ঠানে আগত তরুণীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রবাসে এরকম আয়োজন বাংলাদেশের সাথে মেলবন্ধন দৃঢ় করে।
(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)
মন্তব্য করুন