ঘুরে দাঁড়ানোর মিশনে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১০

একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের চট্টগ্রাম পর্বের খেলা।দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা।যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

ভরাডুবির একটা বিপিএল কাটাচ্ছে খুলনা টাইগার্স। টানা পাঁচ ম্যাচ হেরে নাজেহাল অবস্থা এনামুল হক বিজয়ের দলের। পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে নেই দলটা। এখন পর্যন্ত খেলা নয় ম্যাচের মোটে চারটিতে জয়ের দেখা পেয়েছে তারা। এবারের আসরে সবচেয়ে বাজে অবস্থায় থাকা দুর্দান্ত ঢাকার বিপক্ষে যেকোনোমুল্যে জিততে চাইবে বিজয়ের দল।

এদিকে, হারের রেকর্ড গড়া ঢাকাও মুখিয়ে একটা জয় পেতে। বিপিএলের প্রথম ম্যাচে জয়ের পর, টানা নয় ম্যাচ হেরেছে তারা। টেবিলের তলানির দলটি চাইবে অন্তত এই ম্যাচে জিতে ঘুরে দাঁড়াতে।

খুলনা টাইগার্স:

আফিফ হোসেন, শাই হোপ, এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, মুকিদুল ইসলাম, ওয়েইন পার্নেল, নাহিদুল ইসলাম, আরিফ আহমেদ, ওশেন থমাস।

দুর্দান্ত ঢাকা:

মোহাম্মদ নাইম, অ্যাডাম রসিংটন, সাইফ হাসান, আলেকজান্ডার রস, শন উইলিয়ামস, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, চতুরাঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ (অধিনায়ক), শরিফুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :