আ.লীগের হস্তক্ষেপে কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন বিটু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৮

সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি দেশের বাইরে যাওয়ায় কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু। আওয়ামী লীগের হস্তক্ষেপে তিনি এই দায়িত্ব পেয়েছেন। এর আগে ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদককে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা অবগত হয়েছি যে, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি দেশের বাইরে অবস্থান করছেন। এমতাবস্থায় বাংলাদেশ কৃষক লীগের গঠনতন্ত্রের ২০ ধারার (গ ও ঘ) উপধারা অনুযায়ী সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক নির্দেশক্রমে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি উম্মে কুলসুম স্মৃতির স্বাক্ষরে এক চিঠিতে ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম আজম খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। যাতে সংগঠনের গঠনতন্ত্র মানা হয়নি বলে ক্ষোভ জানান নেতাকর্মীরা। ওই চিঠিতে বলা হয়, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অদ্য (১২/২-২০২৪) তারিখে সাংগঠনিক/ব্যক্তিগত সফরে বিদেশ গমন করায় আমি বাংলাদেশে না ফেরা পর্যন্ত বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম আজম খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করলাম।’

নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ক্ষোভের সঞ্চার হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ বিষয়টিতে হস্তক্ষেপ করল।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/জেএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে যাচ্ছে বিএনপি 

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে উত্তরা পশ্চিম থানা বিএনপির কাপড় বিতরণ

আগ্রাসন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াচ্ছে: ১২ দলীয় জোট

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলায় ফের নির্বাচন চান পরাজিত ৩ প্রার্থী

স্বরাষ্ট্রমন্ত্রী ‘জানেন না’ সাবেক আইজিপি কোথায়, সালামের প্রশ্ন ‘দেশ কে চালাচ্ছে’

ক্ষমতাচ্যুত হলে সবার অপকর্ম-দুর্নীতি বেরিয়ে আসবে: মজনু

আওয়ামী লীগ দেশপ্রেমিক নয় বর্গি: মির্জা ফখরুল

দোষী সাব্যস্ত হলে বেনজীরকে দেশে ফিরতেই হবে: কাদের

বেনজীরকে দেশত্যাগের সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

পঁচাত্তরের ১৫ আগস্টের পর ইতিহাস বিকৃতি শুরু হয়: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :