গজারিয়ায় দেড় বছর ধরে বন্ধ সেতুর নির্মাণ কাজ

আল আমিন, গজারিয়া (মুন্সিগঞ্জ)
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৪| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১২
অ- অ+

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বিছিন্ন গ্রাম আবদুল্লাহপুর। আড়ালিয়া ও আব্দুল্লাহপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে বুলির খাল নামে পরিচিতি একটি নদী। এই নদীর উপর একটি সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়নবাসী। অবশেষে ইউনিয়নবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই নদীর উপর সেতু নির্মাণের কাজও শুরু হয় দুই বছর আগে। কিন্তু দেড় বছর আগে কাজ থমকে গেছেতো গেছেই। এখন কবে ওই সেতুর কাজ শেষ হবে, তা নিয়ে স্থানীয় লোকজন চিন্তায় আছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বর্তমান সরকার ৬০মিটার দীর্ঘ আরসিসি গাডার সেতু নির্মাণের জন্য ৩ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেয়। কাজটি পান আহমেদ স্টিল ইন্ডাস্ট্রি নামে এক প্রতিষ্ঠান।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় বছর ধরে ওই নদীর ওপর সেতুর নির্মাণ কাজ থেমে আছে।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়া একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বললে জানান, নদীর ওপর সেতু না থাকায় মানুষের যে কষ্ট তা বলে বোঝানো যাবে না। সেতু না থাকায় এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলা পরিষদের সঙ্গে সহজে যোগাযোগ রক্ষা করতে পারি না আমরা। অসুখ-বিসুখে এলাকার মানুষকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানোটাও অসম্ভব।

আশা করেছিলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কাজ দ্রুতই শেষ হবে। কিন্তু কিছুটা কাজ হওয়ার পর নির্মাণকাজ থেমে গেছে। এখন নির্মাণাধীন সেতুর দিকে চেয়ে মানুষ শুধুই হতাশা ব্যক্ত করছেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল বলেন, কম সময়ে আমরা ১% এর টাকা দিয়ে রাস্তাটি করেছিলাম তা আমরা আসা নিয়েছিলাম বুলি খালের উপর একটা ব্রিজের স্বপ্ন দেখে ছিলাম। স্বপ্ন আমাদের বাস্তবায়নের পথে ছিলো। পাইলিং হয়েছে গত বছর কোনো এক কারণে কাজটা এখন বন্ধ আছে। ব্রিজটি হলে আমাদের ইউনিয়নে আর বিছিন্ন গ্রাম থাকতো না।

গত শনিবার দুপুরে ওই নদী পারাপারের সময় কথা হয় আড়ালিয়া গ্রামের কৃষক সবজল মিয়ার (৪৫) সঙ্গে। তিনি বলেন, ব্রিজের কিছু কাজ হওয়ার পর হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকে ঝুঁকি নিয়ে বাঁশের উপর দিয়ে আমাদের পারাপার করতে হচ্ছে। তাও বিরিজটা (ব্রিজ) হইল না।

উপজেলা প্রকৌশলী ইসতিয়াক আহমেদ বলেন, নতুন করে রিটেন্ডারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি, অচিরেই পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ হবে না!
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা