সখিপুরে বাবার রক্তাক্ত মরদেহ উদ্ধার, সন্দেহের তির ছেলের দিকে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯
অ- অ+

টাঙ্গাইলের সখিপুরে একজন বাবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা এ ঘটনায় সন্দেহের তির ছুড়েছেন পলাতক এ ছেলের দিকেই।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির রান্না ঘরে

আবদুস সামাদকে (৫৫) রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে। সামাদের ছেলে ওয়াহেদ আলী একজন মাদকাসক্ত। সন্ধ্যায় তাকে বাড়িতেই দেখা গেছে। কিন্তু ঘটনার পর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

সখিপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করেছি। নিহতের মাথার পেছনের আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা