সিলিং ফ্যানে ঝুলছিল ছেলের মরদেহ, বিছানায় মৃত বাবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৪| আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩১
অ- অ+

রাজধানীর বেরাইদে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে বেরাইদের জেনেপাড়ার একটি বাড়ির নিচতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।

ছেলের মরদেহ গলায় ফাঁস দেওয়া এবং বৃদ্ধ বাবার মরদেহ শায়িত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ধারণা করছে, ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, আর বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, “রাতে মোবাইলে কোনো সাড়া না পেয়ে পাশের মুদি দোকানদার হারুন বাসায় এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।”

তিনি জানান, ঘরের ভেতরে ছেলে রাকিব হোসেন সিলিং ফ্যানে ঝুলছিলেন। আর বাবা গিয়াসউদ্দিন মৃত অবস্থায় বিছানায় পড়ে ছিলেন।

রাকিব হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। আর বাবা গিয়াসউদ্দিন ছিলেল স্কুল শিক্ষক।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা