বেইলি রোডে আগুনে নিহত তিন, অচেতন অবস্থায় উদ্ধার ৪২ জন : ফায়ার সার্ভিস

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে তিনজন নিহতের খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এসময় তিনি বলেন, 'অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আরো ৪২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে'। এছাড়াও সর্বমোট ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এরআগে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীর্ঘ দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা এবং উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরা।
(ঢাকাটাইমস/১মার্চ/আরআর/এমএস)

মন্তব্য করুন