বেইলি রোডের আগুনের ঘটনায় কারো ত্রুটি থাকলে ছাড় দেয়া হবে না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ০৩:১৭
অ- অ+

বেইলি রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, এ ঘটনায় ত্রুটি বিচ্যুতি থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ ঘটনা কোন নাশকতা কিনা জানতে চাইলে আইজিপি বলেন, এটাতো আর্লি স্টেজ। আমরা মানুষকে বাঁচানোর জন্য উদ্ধার কাজ করছি। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষের জীবন রক্ষার জন্য কাজ করছেন। মানুষ বাঁচানোর জন্য সেবা দেয়া দরকার, চিকিৎসা দেয়া দরকার তা নিশ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য যে, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীর্ঘ দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১মার্চ/টিআই/আরআর/এমএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে ছাত্রদলের ২৭ প্রস্তাবনা
বাকশাল করতে গিয়ে শেখ মুজিবকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল: মামুনুল হক
ঋণের সুদের হার কমাতে চীনকে অনুরোধ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা