বেইলি রোডের অগ্নিদুর্ঘটনায় ২৭ লাশ পরিবারের কাছে হস্তান্তর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৯:৪৬ | প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ০৯:৩৩

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় নিহত ২৭ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

যাদের মরদেহ হস্তান্তর করা হলো- ফৌজিয়া আফরিন রিয়া, পপি রায়, সম্পূন্না পোদ্দার, আশরাফুল ইসলাম আসিফ, নাজিয়া আক্তার, আরহাম মোস্তফা আহম্মেদ, নুরুল ইসলাম, পম্পা সাহা, শান্ত হোসেন, মাইসা কবির মাহি, মেহেরা কবির দোলা, জান্নাতীন তাজরীন, মোহাম্মদ জিহাদ, কামরুল ইসলাম হাবিব রকি, দিদারুল হক, আতাউর রহমান শামীম, মেহেদী হাসান, নুসরাত জাহান শিমু, সৈয়দা ফাতেমা তুজ জহুরা, সৈয়দ আব্দুল্লাহ, স্বপ্না আক্তার, জারিন তাছনিম প্রিয়তি, সৈয়দ মোবারক, বিয়াংকা রায়, রুবি রায়, তুষার হাওলাদার, জুয়েল গাজী।

শুক্রবার মর্গ রেজিস্ট্রার প্রশান্ত রায় এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

(ঢাকাটাইমস/০১মার্চ/এএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :