বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭:৪৮ | প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ১৭:৩৩

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি জনপ্রিয় ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ এখনো জানা জায়নি। তবে বিস্ফোরণের পরই সেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুপুর ১টার দিকে বেঙ্গালুরুর ব্রুকফিল্ড এলাকায় রামেশ্বরম ক্যাফে নামে একটি ক্যাফেতে বিস্ফোরণ হয়। এতে বিস্ফোরণে আহত হয়েছেন ক্যাফের তিনজন কর্মী ও একজন গ্রাহক।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর কোনও আগুন দেখা যায়নি। তাই রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়নি বলেই মনে করা হচ্ছে। গ্যাস পাইপলাইন লিক হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বোম্ব স্কোয়াড ও ফরেন্সিক টিম এবং দেশটির সন্ত্রাসবিরোধী জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল।

এদিকে সূত্রের বরাতে একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ক্যাফেতে রাখা একটি ব্যাগ থেকেই বিস্ফোরণ হয়। কে বা কারা ওই ব্যাগ এনে রেখেছিল, তা এখনও জানা যায়নি। ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় ব্রুকফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/০১মার্চ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :