মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪, ১২:১২| আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৪:৫৮
অ- অ+

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের কাজাং শহরের পুনকাক উতামা জেড হিলে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার জানিয়েছেন, রাত ১০টা ৫৩ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, কেটিএম কম্যুটার ট্রেনের ধাক্কায় তাদের মরদেহ ট্র্যাকের পাশে ছিটকে পড়ে। রাত ১২.১৫ মিনিটের দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এবং সবাই ঘটনাস্থলেই মারা যায়। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

(ঢাকাটাইমস/০৪মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা