নোয়াখালীতে কারামুক্ত নেতাকর্মীদের বরণ করলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম

কারামুক্ত বিএনপি নেতাকর্মীদের বরণ করে নিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও শিল্পপতি মো. ফখরুল ইসলাম।
সোমবার দুপুরে জেলা শহর মাইজদীর ‘নোয়া’ হোটেলের কনভেনশন সেন্টারে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশের পর থেকে চলতি বছর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে কারাবরণ শেষে জামিনে মুক্ত হন নেতাকর্মীরা।
বরণ অনুষ্ঠানে কারামুক্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল ইসলাম বলেন, ‘কারাভোগ করে হয়ত ভাবছেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি বলবো, সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও ভবিষ্যতে এর সুফল পাবেন।’
তিনি বলেন, আমি কোনো পদ পদবির আশায় আপনাদের পাশে দাঁড়াইনি। আমি দলকে এবং আপনাদেরকে ভালোবেসে পাশে আছি। ভবিষ্যতেও থাকবো।
এ সময় ফখরুল ইসলামের সহধর্মিণী জোৎস্না আরা বেগম, পৌরসভা বিএনপির সহ সভাপতি শওকত হোসেন সগীর, জসিম উদ্দিন আলমগীর, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন সাগর, যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির, বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার মাইনুদ্দিন মিন্টু, ৪নং চর হাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম ও বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৪মার্চ/পিএস)

মন্তব্য করুন