রামগড়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনি নদীর কুল এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।
বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন বাগানবাজার বিওপির নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন ২৪৮ বোতল ভারতীয় মদ জব্দ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৯৬ হাজার টাকা। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। পরে জব্দ করা মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/পিএস)