খিলক্ষেত তিনশ ফিট সড়কে পিকআপ ভ্যান উল্টে কাপড় ব্যবসায়ী নিহত  

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২৪, ১৮:০৫

রাজধানীর খিলক্ষেত তিনশ ফিট সড়কে পিকআপ ভ্যান উল্টে মো. মঞ্জুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন তিনি পেশায় থ্রি পিছ কাপড়ের ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মামা ইসলাম উদ্দিন (৬০)। বুধবার বেলা সোয়া ১১টার দিকে দুর্ঘটনা ঘটে

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মঞ্জুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে আহত ইসলাম উদ্দিন চিকিৎসাধীন।

নিহতের চাচাতভাই কাজী রবিন ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, তার ভাই মঞ্জুরুল থ্রিপিছ কাপড়ের ব্যবসায়ী নারায়ণগঞ্জ গাউছিয়া বানটি এলাকায় অপূর্ব ভাটিক হাউস এবং গাজীপুর চৌরাস্তায় তাওফিকা বাটিক হাউসের মালিক মঞ্জুরুল সকালে গাউছিয়া এলাকা থেকে ভাড়ায় চালিত একটি পিকআপ ভ্যানে থ্রি পিসের মালামাল নিয়ে গাজীপুর চৌরাস্তায় তাদের অপর একটি দোকানে যাচ্ছিলেন

পথে তিনশ ফিট সড়কে বেলা সোয়া ১১টার দিকে খিলক্ষেত প্রবেশের আগেই ৩০০ ফিট সড়কে পিকআপ ভ্যানটি ব্রেক ফেল হয়ে সামনে থেকে আসা একটি টাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে যায় পিকআপ ভ্যানের পেছনে থাকা মঞ্জুরুল তার মামা ইসলাম রাস্তায় ছিটকে পড়ে চাপা পড়ে গুরুতর আহত হয়পরে দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মনজুরুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন

কাজী রবিন বলেন, ওই পিকআপ ভ্যানটিতে ড্রাইভারের পাশে। আমি নিজে এবং মৃত মঞ্জুরুলের শ্বশুর সাইফুল ইসলামও ছিলেন তবে আমরা তেমন আহত হইনি

মৃত মঞ্জুরুল নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলার চাইতালি গ্রামের মৃত মোজাফফরের ছেলে দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি

(ঢাকাটাইমস/২০মার্চ/আরআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :