১০০ টাকার গোলাপ এখন ১ টাকা

আমিরুল ইসলাম ফরহাদ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৪, ১৮:৪৯
অ- অ+

ভালোবাসা দিবসকে ঘিরে গত ফেব্রুয়ারিতেও একটি গোলাপ বিক্রি হয়েছে প্রায় ১০০ টাকায়। অন্যান্য মাসে বিভিন্ন অনুষ্ঠান ঘিরে এই গোলাপ বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকায়। কিন্তু সেই গোলাপ রমজানে বিক্রি হচ্ছে মাত্র এক টাকা পিস। ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসে তেমন কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাই ফুলের চাহিদা কম, দামও কম।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গোলাপ ফুল বিক্রিতা শাহ আলমের দোকানে একগুচ্ছে ৫০টি ফুল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। গোলাপ ফুল পৃথিবীর অন্যতম প্রাচীন ফুল। প্রাচীন উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সব ফুলের ঊর্ধ্বে। সেই আদি থেকে কালক্রমে কারো বাড়ির আঙিনায় বারান্দায় ঘরের কোনে এবং ছাদে এই ফুল শোভা পেয়ে এসেছে।

অনেক বর্ণের গোলাপ জন্মে থাকে। যেমন গোলাপী, লাল, হলুদ, সাদা, সবুজ ইত্যাদি। সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায় কিন্তু এই লাল গোলাপের ফুল দিয়ে প্রেমের প্রথম বহিঃপ্রকাশ আজও চির অমলিন রয়ে গেলো। লাল গোলাপের অবস্থান ভালোবাসার বহিঃপ্রকাশ এখনো চিরন্তন।

আর এই লাল গোলাপ গতমাসেও বাহাদুর শাহ পার্কসহ দেশের সবচেয়ে প্রসিদ্ধ ফুল বিক্রির কেন্দ্র শাহবাগেও দেখা গেছে একটি গোলাপ প্রায় ১০০ টাকায় বিক্রি করতে আর এখন এই একই গোলাপ বিক্রি হচ্ছে ১ টাকা করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, গতমাসে ও আমি একটি লাল গোলাপ কিনেছি ৬০ টাকা দিয়ে কিন্তু এখন একগুচ্ছ অর্থাৎ ৫০টা ফুল কিনেছি মাত্র ৫০ টাকা দিয়ে।

বাহাদুর শাহ পার্ককের নিয়মিত গোলাপ বিক্রিতা শাহ আলম এ বিষয়ে বলেন, এখন রমজান মাস তেমন কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাই ফুলের চাহিদা কম, দামও কম। আমি নিয়মিত এখানে ফুল বিক্রি করি এবং শাহবাগেও বিক্রি করি। আর এই ফুল আমরা কিনে আনি সাভার গোলাপ বাগান এলাকা থেকে। গোলাপ ফুল এখন আমরা কমদামে কিনতে পারি। তাই কম দামে বিক্রি করি।

(ঢাকাটাইমস/২০মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা