বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৪, ১৯:৪৯
অ- অ+

বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। বুধবার সকাল রাজধানীর গুলিস্তানে বিআরটিসি আয়োজিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ও ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক সাবিহা পারভীনসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হিসেবে আরো এক ধাপ এগিয়ে গেল বিআরটিসি। মেট্রোরেল ও বিআরটিসি বাসের পাশাপাশি বেসরকারি পরিবহনে র‍্যাপিড পাস চালু করার লক্ষ্যে কাজ করছি।

বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বিআরটিসিতে র‍্যাপিড পাস চালু করা হচ্ছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীরা কোন ধরনের ঝামেলা ছাড়াই চলাচল করতে পারবেন। র‍্যাপিড পাস হচ্ছে স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের ব্যবস্থা। এর ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ থাকবে না। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ভাড়া নিয়ে জটিলতা নিরসন হবে।

(ঢাকা টাইমস/২০মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা