আত্রাইয়ে জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৪:২২
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা ফিতরা নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা ইমাম ও উলামা পরিষদের এক সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার এ সংক্রান্ত সভা আত্রাই মদীনাতুল উলুম মদরাাসায় অনুষ্ঠিত হয়। উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুজাহিদ খান, শাহাগোলা মাদরাসার মুহতামিম মুফতি আজিমুদ্দিন, মাওলানা রিজওয়ানুল ইসলাম, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আখতারুজ্জামান, ক্বারী আমিনুল ইসলাম, হাফেজ আব্দুস ছালাম প্রমুখ।

সভায় উলামা নেতারা বলেন, এলাকার আর্থসামাজিক অবস্থান বিবেচনায় স্থানীয় পর্যায়ে ফিতরা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এবার সারাদেশে ফিতরার পরিমাণ জনপ্রতি সর্বনিম্ন ১১৫ ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৫ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২মার্চ/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: ৬ মডেল ও ৩ নির্মাতাকে আইনি নোটিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা