পল্লবীতে ফয়সল হত্যাকাণ্ডে জড়িতরা নজরদারিতে রয়েছে: র‍্যাব

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৫:২৪

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ফয়সল হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন র‍্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তথ্য জানিয়েছেন।

কমান্ডার মঈন বলেন, পূর্ব শত্রুতার জেরে শনিবার (১৬ মার্চ) রাতে রাব্বি গ্রুপের সদস্যরা ফয়সলকে কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ফয়সল মারা যায়। ওই ঘটনায় রাসেল নামে আরও একজন আহত হয়েছেন।

ঘটনায় নিহতের বাবা বাদ হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

হামলার ঘটনায় পল্লবী এলাকার চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য রাব্বি ওরফে গালকাটা রাব্বিসহ বেশ কয়েকজন জড়িত ছিল বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে র‌্যাব জড়িতরা র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলেও জানানো হয়েছে।

র‍্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শনিবার রাতে পল্লবীর ১২ নম্বর সেকশনের ১৩ নম্বর রোডেরসিব্লকে পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সময় আরেক পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফয়সাল রাসেল। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সলকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২২মার্চ/এসএস/পিএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ ‘অভাবনীয়’ উন্নতি করেছে: ইউএনএফপিএ

উদ্ভাবনে উপকৃত হবেন কৃষকরা, উৎপাদন বাড়বে ফসলের: কৃষিমন্ত্রী 

সম্পর্ক আরও সুদৃঢ় করতে লু’র সঙ্গে আলোচনা হয়েছে: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: লু

সারাদেশে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি কার্যকরের নির্দেশ

প্রবাসীদের এনআইডি কার্যক্রম দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন ইসি আলমগীর

নারীদের পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে তৈরি করতে হবে: প্রধানমন্ত্রী 

অভিশপ্ত মে মাস, আয়লা-আমফানের পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! 

আরসার আস্তানায় গোলাবারুদ জব্দ: ঘটনাস্থলে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১৮০ পুলিশ সদস্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :